২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জামাল উদ্দিন টৈটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাটাপাহাড় এলাকার আহমদ হোছাইনের ছেলে বলে জানা গেছে। তার চার সন্তান রয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমির হোসেনের কলা বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন জামাল উদ্দিন। দুপুরে মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement