২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন শেখ হাসিনা : অধ্যাপক মুজিবুর

বান্দরবানে জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

ভারতকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে জেলা জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ তারা নিজেই নিষিদ্ধ হয়েছে। ভারতের সহযোগিতায় দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে শেখ হাসিনা। বিগত ১৭ বছরের জুলুম-নির্যাতন, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষের বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকার কেঁড়ে নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আজ মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। যে স্বাধীনতা আমাদের নতুন প্রজন্ম এনে দিয়েছে তাকে আর যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমির মাওলানা আব্দুস ছালাম আজাদ, চট্টগ্রামের নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, জামায়াত নেতা মো: হারুনুর রশিদ প্রমুখ।

এছাড়া জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল