নোয়াখালীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫
নোয়াখালীর বেগমগঞ্জে ইসমাইল হোসেন (৩৩) নামে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে লিমা আক্তারকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশতলা ছিদ্দিক চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল হোসেন একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। গত রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমান।
ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয় ইসমাইলের। ওই দ্বন্দ্বের জের ধরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারো সহায়তায় শ্বাসরুদ্ধ অথবা মাথায় আঘাত করে হত্যা করে। তবে ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায়, তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় স্ত্রী জড়িত থাকতে পরে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা