২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

- ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলায় তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার বেকের বাজারে নুর মোহাম্মদ আজমী ফাউন্ডেশনের উদ্যোগে এ সহযোগিতা দেয়া হয়।

এ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মোবাইল রিহ্যাবিলিটেশনভ্যানের মাধ্যমে বিনামূল্যে ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন দেয়া হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ব্যবস্থাপনায় এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে নুর মোহাম্মদ আজমী ফাউন্ডেশন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ মাহমুদ, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মো: ফাজলুল্লাহ হাসান, সাংবাদিক কাজী ইফতেখার, ইকবাল হোসেন সোহেল।

এ সময় ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হাসান রুমন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীমসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement