২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার ও সোহাগ নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে - ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামে এ দু’টি দুর্ঘটনা ঘটে।

মৃত হাফসা আক্তার হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে এবং সোহাগ আঁধারমানিক গ্রামের মো: সুমনের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, ‘দু’ শিশুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছেন।’

 


আরো সংবাদ



premium cement