নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার
- ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
ফরিদগঞ্জে নিখোঁজের আট দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় সুফিয়া বেগম (৭৪) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।
সুফিয়া বেগম একই ইউনিয়নের সেকদি হাজী বাড়িতে পিতৃভিটায় বসবাস করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সুফিয়া নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে খোঁজাখুজি করে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে স্থানীয়রা মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার লাশ ভাসমানবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা