২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদপুরে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার

এমভি আল-বাখেরা নামক জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করা হয় - ছবি : সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে একটি থেমে থাকা জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করা হয়েছে।

দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।

চাঁদপুর নৌ জোনের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি বাংলাকে তিনি জানান, দুপুরের দিকে ৯৯৯-এ এই খবরটি জানতে পেরে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। এসময় জাহাজের ডেক থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানিয়েছে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল এমভি আল বাকেরা জাহাজটি।

কাদের হাতে জাহাজটিতে থাকা ব্যক্তিরা নিহত বা আহত হলেন, কিংবা কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ।

নৌ পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা যে জিজ্ঞাসাবাদ করবো এমন কাউকে পাচ্ছিও না। যাদের আহত অবস্থায় উদ্ধার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মতোও পরিস্থিতি নেই। তারা গুরুতর আহত।’

এটি ডাকাতির ঘটনা কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশ জানিয়েছে তারা যখন জাহাজটিতে উঠেছিলেন তখন এটি পানিতে ভাসছিল। বন্ধ ছিল জাহাজের ইঞ্জিন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement