২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাকসাম পৌরসভার প্রশাসক হলেন কাউসার হামিদ

- ছবি : নয়া দিগন্ত

লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ যোগদান করেছেন।

সোমবার অনারমবর অনুষ্ঠানের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের সকল পৌরসভার মতো লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়। এরপর ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক এস. এম গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সর্বশেষ ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পৌর মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পৌর প্রশাসক কাউছার হামিদ পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব বুঝে নেন।

এ সময় পৌর প্রকৌশলী মো: জাকির হোসেন, প্রকৌশলী রিতেশ চন্দ্র পোদ্দার, প্রধান হিসাব রক্ষক আখতার হোসেন, সার্ভেয়ার শিশির আচার্য্য, সহকারী হিসাব রক্ষক আবুল খায়ের, রাজনৈতিক-সামাজিকসহ পৌরসভার সকল সেক্টরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাউছার হামিদ পৌরসভার সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় পৌর নাগরিক, কর্মকর্তা-কর্মচারী ও লাকসামে কর্মরত গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।


আরো সংবাদ



premium cement