সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২
ফেনীর সোনাগাজীতে ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
রোববার রাত ১টায় উপজেলার ওলামা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের ইসমাইল, জাকির ও হানিফ মিয়ার ছেলে মো: শুক্কুর (১৬), মো: হাসান (১৫), জাবেদ হোসেন পাভেল (১৬)।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি ও ব্লেড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার স্থানীয়দের অভিযোগ রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা