দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের আমজাদ নিহত
- এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
- ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ আফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (২৫) নামে মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে আফ্রিকার স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে পুমালাঙ্গা প্রদেশের মাইফ্লাইওয়ার এলাকার গুবা সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে।
আমজাদ ওই মার্কেটের একই এলাকার বাসিন্দা শহীদুল ইসলামের দোকানে কর্মরত ছিল। নিহত আমজাদ মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মনির আহমদ সওদাগর বাড়ির মো: রবিউল হোসেন প্রকাশ হোরা মিয়া সওদাগর ও বিবি মরিয়মের একমাত্র ছেলে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেড় বছর আগে ফেনী সরকারি কলেজ থেকে বিবিএ শেষ করে শখের বসে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আমজাদ। সেখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। কিছুদিন আগে শহীদ ছুটিতে দেশে আসেন। স্থানীয় সময় শনিবার রাতে দোকানে একা পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলে নিহত হন আমজাদ। খবর পেয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, ‘কিছুদিন আগে আমি ছুটিতে দেশে আসি। দেড় বছর আগে আমজাদ আফ্রিকায় গিয়ে আমার দোকানে ছিল। আফ্রিকার স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে আমজাদ দোকান বন্ধ করে দোকানের পেছনে ঘর ছিল সেখানে ঘুমিয়ে যায়। হঠাৎ দরজায় ধাক্কা দেয়ার আওয়াজ শুনে আমজাদ ওঠে দোকানের মূল ফটক খুলে দিলে সাথে সাথে তারা ভেতরে ঢুকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ সময় রোববার ভোরে দক্ষিণ আফ্রিকার পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, ‘তবে দোকান থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায়নি। ডাকাতির উদ্দেশ্যে নাকি শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে কিছু বুঝতে পারছি না। আজকে আফ্রিকায় সরকারি ছুটি হওয়ায় কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সোমবার সকালে যোগাযোগ করে আমি আমজাদের লাশ দেশে নিয়ে আসার জন্য দক্ষিণ আফ্রিকায় যাব। বর্তমানে তার লাশ আফ্রিকার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
বাবা রবিউল হোসেন প্রকাশ হোরা মিয়া বলেন, ‘আমার একমাত্র ছেলে, টাকা পয়সার অভাব ছিল না আমার। পড়ালেখা শেষ করেছে সফলতার সাথে। বারবার নিষেধ করেছিলাম। এলাকার অনেকেই এবং তার অনেক বন্ধু আফ্রিকা প্রবাসী হওয়ায় শখের বসে সেও দেড় বছর আগে সেখানে যায়। সেখানে সন্ত্রাসীদের গুলিতে আমার একমাত্র ছেলে মারা গেছে। ছেলেকে ছাড়া আমি পাগল হয়ে যাব।’
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, ‘আমার ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আমজাদ হোসেন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনেছি। খুবই মর্মান্তিক ঘটনা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা