দাগনভূঞা ও সোনাগাজীতে বিএনপির আহবায়ক কমিটি
- ফেনী অফিস
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩
ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা এবং পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়।
দাগনভূঞা উপজেলা কমিটিতে দীর্ঘদিনের সভাপতি আকবর হোসেন আহবায়ক হয়েছেন। সদস্য সচিব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল উদ্দিন। প্রবীণ নেতা মাহমুদুল হক মাদুকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করা হয়েছে। পৌর কমিটিতে শফিকুর রহমান বাবুলকে আহবায়ক ও সাইফুর রহমান স্বপনকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করা হয়েছে। তারা দু’জনই সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সদস্য সচিব হয়েছেন পৌর যুবদলের সাবেক আহবায়ক হুমায়ুন কবীর বাবু।
সোনাগাজী উপজেলা কমিটিতে সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু আহবায়কের দায়িত্ব পেয়েছেন। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু সিনিয়র যুগ্ম-আহবায়ক পদ পেয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলম ভূঞা সদস্য সচিব হয়েছেন।
পৌর কমিটিতে সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবরকে আহবায়ক করা হয়েছে। এছাড়া এয়াছিন কমিশনার যুগ্ম-আহবায়ক ও নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা