২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনাগাজীতে ডাকাতদলের সর্দার গ্রেফতার

ডাকাত সর্দার সাইফুল এবং সহযোগী মেহেদী হাসান - ছবি : নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার সাইফুলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় সোনাগাজী পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাতদলের উপস্থিতির খবর জানতে পেরে সোনাগাজী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছাগলনাইয়া উপজেলার কুখ্যাত ডাকাত সাইফুল (৩১) ও তার সহযোগী মেহেদী হাসানকে (২১) গ্রেফতার হয়।

ডাকাত সর্দার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতি, দস্যুতাসহ ছয়টি জিআর এবং ছয়টি ননজিআর মামলা রয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের মরহুম সাহাবউদ্দিনের ছেলে। আর সহযোগী মেহেদী সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকন জানান, ডাকাত সর্দার সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement