২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক যুগল গ্রেফতার

স্বামী-স্ত্রী পরিচয় দেয়া প্রেমিক যুগল - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় পাঁচ শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাবেদ (২৮) ও অনিকা রহমান (২০) নামে এক প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানার পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় ঢাকাগামী একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মোহাম্মদ জাবেদ কক্সবাজার পৌরসভার মোহাম্মদ সেলিমের ছেলে এবং অনিকা রহমান একই এলাকার নেজাম উদ্দিনের স্ত্রী।

ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, ‘গ্রেফতার হওয়া দু’জন পাঁচ শ’ পিস ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাদের দু’জনেরই স্বামী-স্ত্রী ও সন্তান থাকলেও তারা পরস্পর প্রেমিক-প্রেমিকা পরিচয় দেন এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানান।’

তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement