ফরিদগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ কিশোর নিহত
- ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
- ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আব্দুল্লাহ মোহন ইকবাল (১৯) ও শাহাদাত হোসেন মজুমদার (১৯) নামে দু’ কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বদরপুর সৈয়াল বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার মূলপাড়া হাজী বাড়ির খাজে আহমদের ছেলে এবং শাহাদাত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল মিয়ার ছেলে।
জানা গেছে, নিহত দু’ কিশোর মোটরসাইকেলযোগে বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজার থেকে পাশের উপজেলা হাজীগঞ্জ যাচ্ছিলেন। তারা বদরপুর সৈয়াল বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কের পাশে তারা ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য শাহাদাতকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে দাউদকান্দি এলাকায় শাহাদাতও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা