২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আ’লীগ নেতার হামলায় আহত সাংবাদিক-শিক্ষার্থীর পাশে শাহজাহান চৌধুরী

আ’লীগ নেতার হামলায় আহত সাংবাদিক-শিক্ষার্থীকে দেখতে যান শাহজাহান চৌধুরী - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাবিবুর রহমান ও তার সমর্থকদের হামলায় আহত দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম (২৯) ও আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান শহিদকে (২৫) দেখতে গেছেন চট্টগ্রাম মহানগরী জাময়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এ সময় এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একইসাথে এ ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রশাসনের কাছে এ দাবি জানান তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, দেশবিরোধী স্বৈরাচারের দোসর কলাউজান ইউপি সদস্য হাবিবুর রহমান এবং তার সন্ত্রাসী বাহিনী এ সশস্ত্র হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরো সংকুচিত করবে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।’

তিনি আরো বলেন, ‘দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সাংবাদিকদের সুরক্ষায় শিগগিরই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।’

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল