১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌদ্দগ্রামে জামায়াতের যুব সম্মেলন শনিবার

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম আগামী শনিবার সকালে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন।

উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মহসিন কবির ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম জানান, আগামী শনিবার এইচ জে মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রামের ইতিহাসে স্মরণকালের বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য চৌদ্দগ্রাম বাজারসহ উপজেলার সর্বত্র প্রচারণা করা হয়েছে। লাগানো হয়েছে ব্যানার ও পোস্টার। চলছে মাইকিং। বিতরণ করা হয়েছে লিফলেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামে চলছে মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা। সম্মেলনে উপস্থিত হতে যুবকদের সাথে সাধারণ জনতাও উৎফুল্ল হয়ে উঠেছে।

তিনি বলেন, সম্মেলনে ৩০ হাজারের বেশি উপস্থিতি আশা করা যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের এবং বিশেষ অতিথি থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

উল্লেখ্য, সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করবেন পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা উত্তরের শিবির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌরসভা সভাপতি নূর নাদিম জিন্নাহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল