১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাকে বেঁধে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

- ছবি : প্রতীকী

লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। এর আগে, বুধবার রাতে নির্যাতনের শিকার তরুণীর বাবা এ মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছেন।

গ্রেফতার মো: রনি (২১) পাশের রামগতি উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার মো: শাহাজানের ছেলে ও মো: আশ্রাফ (১৯) কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার মো: ইব্রাহীমের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই তরুণীর বাবার দায়ের করা মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার তরুণীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রিকশাচালক বাবা ফেনীতে অবস্থান করায় বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার এক তরুণীর বসতঘরের দরজা ভেঙে প্রতিবেশী মো: রনিসহ পাঁচ যুবক ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তরুণীর মাকে হাত ও মুখ বেঁধে ফেলে এবং তাদের মধ্যে থেকে একজন তরুণীর কক্ষে গিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় মেয়েকে রক্ষায় মা বারবার আকুতি করলেও ধর্ষকের মন গলেনি। একপর্যায়ে তাদের (মা-মেয়ে) সাথে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যুবকরা পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন তরুণীর বাবা বাড়িতে এলে বিএনপির স্থানীয় এক নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা ঘটনার বিচারের নামে কালক্ষেপণ করেন। কিন্তু অভিযুক্ত রনির লোকজন তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করায় দিশেহারা হয়ে সোমবার তিনি সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। বুধবার এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশি তৎপরতা দেখা দেয়।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদকে নিয়ে কটূক্তি : পর্যালোচনা করে ব্যবস্থা নেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন নতুন তিন মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ নিষেধাজ্ঞায় থাকা রোটা বন্দর দিয়েই ইসরাইলে অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র কেরানীগঞ্জে ব্যাংকে কর্মকর্তাদের আটকে রেখেছে ডাকাতরা, চাচ্ছেন সেফ এক্সিট শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে : দুদু বিএসপিএ’র আয়োজনে মেডিকেল ক্যাম্প নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি জনগণকে ধাঁধায় ফেলে উচ্চতর প্রবৃদ্ধির কাল্পনিক গল্প শোনানো হয় : শ্বেতপত্র প্রণয়ন কমিটি বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশ-পাকিস্তান ঐকমত্য ইসরাইল ও হাউছিদের পাল্টাপাল্টি হামলা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল