‘স্বৈরাচারের দোসররা সারাদেশে গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে’
- ফেনী অফিস
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮
‘স্বৈরাচারের দোসররা সারাদেশে গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে যারা ছিলেন, তাদেরকেও হত্যার চেষ্টা করা হচ্ছে।’
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে ফেনী বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, ফ্যাসিস্ট সরকার ৫ আগস্ট পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। আমাদের অনেক ভাইকে গুপ্তহত্যা করে তারা শহীদ করছে।
দিল্লির নির্দেশে এসব করা হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, দিল্লির প্রেসক্রিপশন, দিল্লির আগ্রাসন এ বাংলাদেশে আর হতে দেয়া হবে না। আপনারা যারা আছেন, সাবধান হয়ে যান, না হয় এ বাংলাদেশের জনগণ তা রুখে দেবে।
ভারতীয় আগ্রাসন ও আন্দোলনে নেতৃত্বদানকারীদের সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম সোহাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক নোমান, নুর হোসেন, বদরুদ্দোজা নোবেল, ওমর ফারুক, সালমান হোসেন, ওমর ফারুক শুভ, ফেনী পৌর প্রতিনিধি সালেহ উদ্দিন শাওন ও দাগনভূঁইয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা