১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনাগাজীতে বায়ু বিদ্যুতের যন্ত্রাংশ লুটের ঘটনায় গ্রেফতার ৩

- ছবি : নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্পের যন্ত্রাংশ লুটের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার থাকখোয়াজের লামছি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোট বড় ঢালি এবং একটি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোস্তফা আলীর ছেলে মো: আবদুল্যাহ (২১), আবদুল ফজলুর ছেলে মো: খলিল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে মো: রফিক (৩৮)। তারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ৭ নম্বর সোনাগাজী ইউনিয়নের মুহুরি প্রজেক্ট এলাকায় ২০০৪ সালে পরীক্ষামূলক নয় মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সম্পন্ন বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্প ভারতের একটি কোম্পানির মাধ্যমে স্থাপন করে তৎকালীন সরকার। যার ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা। ওই প্রকল্পে চারটি বড় পাখা টাওয়ার রয়েছে। ত্রুটিপূর্ণ কাজের কারণে প্রকল্পটিতে আশা অনুরূপ উৎপাদন না হওয়ায় দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে আন্তঃজেলা ডাকাতদলের একটি গ্রুপ তিন নম্বর টাওয়ারের ট্রান্সফারসহ কয়েকটি যন্ত্রাংশ লুট করে। বুধবার ভোরে স্থানীয়রা লুট হওয়া মালামালসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম খাদ্যকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া দরকার : পানিসম্পদ উপদেষ্টা গণগত্যাসহ ১২ মামলার আসামি আ’লীগ নেতা সফিক ও তার স্ত্রী গ্রেফতার খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত গারনাচোর হাতে উঠল ফিফার পুসকাস অ্যাওয়ার্ড যশোরে ইছামতির পাশ থেকে আরো ১ যুবকের লাশ উদ্ধার মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে : মন্ত্রী ম্যাক্রোঁর দামেস্কে কূটনীতিক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত এরদোগানের মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই : ডাবলিন

সকল