১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অতীতের সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে : ড. রেজাউল করিম

দিঘলী ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

অতীতের সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘দেশের মানুষ সকল দলের শাসন দেখেছে। কিন্তু তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাই জনগণ এবার জামায়াতে ইসলামীর শাসন দেখার অপেক্ষায় রয়েছে। জামায়াতের নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই। তাদেরকে জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের যথাসাধ্য চেষ্টা চালাতে হবে।’

তিনি বলেন, ‘অর্জিত বিজয়কে অর্থবহ ও দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে জামায়াত কর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সাথে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করতে হবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) লক্ষ্মীপুরে ১৩ নম্বর দিঘলী ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আমির মাওলানা মাসউদুল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া। আরো বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন প্রমুখ।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘মানুষের তৈরি বিধান দিয়ে কখনোই মানুষের কল্যাণ করা সম্ভব নয় বরং এসব মতবাদ মানুষের দুঃখ-দুর্দশা বাড়িয়ে দিয়েছে। তাই আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় তাদেরকে নির্বাচনী ইসতেহারে আল্লাহর আইনে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দিতে হবে। বাংলাদেশের ওপর কোনো শক্তির দাদাগিরি চলবে না। দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
খলিল জিবরানের দেশের দুঃখগাথা মিয়ানমারে ৯৬০ একর আফিম ক্ষেত ধ্বংস মৃত্যুহীন প্রাণ : শহীদ ইয়াহিয়া সিনওয়ার পিআর সিস্টেমের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চাই : চরমোনাই পীর হাসপাতালের রোগীদের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি স্নাইপাররা নিজাম হাজারীর ৮২ ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত একীভূত হতে প্রাথমিক আলোচনায় হোন্ডা ও নিশান ‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসঙ্ঘের রাশিয়ায় জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক আসাদের পতনের পর দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়লো

সকল