পাহাড়ে পানির সঙ্কট নিরসনে এডিবির বড় প্রকল্প
- বান্দরবান প্রতিনিধি
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮
পাহাড়ে খাবার পানির সঙ্কট দূর করতে বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় ১০৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পে খাবার পানির পাশাপাশি দু’টি পাহাড়ি জেলার পৌর এলাকায় স্যানিটেশন ব্যবস্থায়ও আধুনিকায়ন করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সভায় আরো বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক শফিকুল হাসান ও বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানায়, পাহাড়ি এলাকায় খাবার পানির সঙ্কট দীর্ঘদিনের। এছাড়া উন্নত স্যানিটেশনের অভাবে এই এলাকার মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছে। এসব বিষয় মাথায় রেখে এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বান্দরবান পৌরসভায় ৩৫০ কোটি, লামা পৌরসভায় ২৭৫ কোটি ও রাঙ্গামাটি পৌরসভায় ৪৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।
প্রকল্পের আওতায় তিনটি সর্বাধুনিক ট্রিটমেন্ট প্লান্ট, ৪৫০ কিলোমিটার আধুনিক সঞ্চালন লাইন, ওভারহেড টাঙ্কি নির্মাণ সেই সাথে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশনব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। আগামী ২০৪৫ সালের পরিকল্পনা মাথায় রেখে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার তিন লক্ষাধিক মানুষ বিশুদ্ধ খাবার পানি ও উন্নত স্যানিটেশনের সুবিধা পাবে বলে বক্তারা জানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা