১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নয়া দিগন্তের নবীনগর সংবাদদাতার মায়ের ইন্তেকাল

নয়া দিগন্তের নবীনগর সংবাদদাতার মায়ের ইন্তেকাল - প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের নবীনগর উপজেলা সংবাদদাতা জালাল উদ্দিন মনিরের মা সুফিয়া খাতুন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

বুধবার জোহরের নামাজের পর আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে জানাজা নামাজ শেষে আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার নাতি এ এম জাহিদ হাসান নওশাদ। তার স্বামী, চার ছেলে ও দু’মেয়ে আছে।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আরো সংবাদ



premium cement