ফেনীতে বাসচাপায় নারী নিহত
- ফেনী অফিস
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭
ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে বাস চাপায় সবিতা রানী (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বেকের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সবিতা মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এলাকায় দেবেন্দ্র মাস্টার বাড়ির শুভল চন্দ্র শীলের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে আছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেকের বাজারে আসেন সবিতা রানী। মেয়েকে সড়ক বিভাজনে দাঁড় করিয়ে রেখে স্বামীর সেলুন দোকান থেকে ফেরার পথে ফেনী-নোয়াখালী সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকাগামী কে কে ট্রাভেলসের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, স্থানীয়রা বাসটি ঘেরাও করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ করে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা