১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেশাগ্রস্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী। ঘটনার পরই নিহতের স্বজনেরা ঘাতক স্বামী নাহিদকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (২২) ওই গ্রামের কনস্টেবল বাড়ির নাদু মিয়ার মেয়ে এবং আটক মো: নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের মরহুম খলিল মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, চার বছর আগে নাহিদ রিনাকে বিয়ে করেন। এরপর প্রায় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতেন। গত ১০ থেকে ১৫ দিন আগে নাহিদ স্ত্রীককে নিয়ে শ্বশুর বাড়ি আসেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি স্থানীয় চরচেঙ্গা বাজারে যান এবং সেখানে তিনি একটি ফার্মেসি দোকান থেকে বেশ কয়েকটি ডিসিপিন-২ নামে ঘুমের ওষুধ কিনে সেবন করেন। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় রাত ৯টার দিকে বাড়িতে ফিরেন। পরবর্তীতে নেশা করা নিয়ে স্ত্রী রিনার সাথে তার ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নাহিদ স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়।

সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বলেন, ‘স্ত্রীকে হত্যা করে তিনি চৌকিতে শুয়ে ছিলেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রীকে হত্যা করেছে ওই যুবক। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা অভিযুক্ত স্বামীকে আটক করে। ঘটনাস্থল থেকে আটক স্বামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস নিয়ে মোদির পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান হেলাল হাফিজ ও এরশাদ মজুমদার স্মরণসভা বৃহস্পতিবার গাজার ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে : আইরিশ পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল ইয়েমেনের হাউছিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার : বিগ্রেডিয়ার সাখাওয়াত শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে : সিইসি দেশের প্রথম আইসিএসআই শিশুর ২১তম জন্মদিন পালন ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

সকল