ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আট শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) লোকনাথ দিঘী টেংকেরপাড় মাঠে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে রোগীদের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেকআপসহ রোগীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
ডক্টরস ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. এম এ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, এনডিএফের উপদেষ্টা গোলাম ফারুক, মোবারক হোসাইন আখন্দ ও ডা. মো: শফিকুল ইসলাম, এনডিএফের সহ-সভাপতি ডা. ফরিদ উদ্দিন।
আয়োজকরা জানায়, ‘সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সার্জারি, অর্থোপেডিকস, নিউরো, মেডিসিন, গাইনি, ইএনটি, কার্ডিওলজি, নেফ্রোলজি ও শিশু বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসকরা আট শতাধিক রোগীকে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন।’
এ সময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আট বিভাগে চিকিৎসা দেন মেডিসিন ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. আলমগীর হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রায়হান উদ্দিন ভুইয়া, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. ডালিয়া, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শাহিন, রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডা. ইসহাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. তৈয়বুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. আব্দুল কাদির নোমানসহ মেডিক্যাল শিক্ষার্থীরা।