১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির শ্রদ্ধা

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির শ্রদ্ধা - ছবি : নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি। পরে রাঙ্গামাটি সেক্টরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের লাশ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্যসন্তানকে।

এছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দয়াল কৃষ্ণ চাকমাকে আর্থিক অনুদান দেন বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার।


আরো সংবাদ



premium cement