যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে তাদের পরিণতি ভালো হয়নি : রুমিন ফারহানা
- এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও ভাষা সংগ্রামী অলি আহাদের কন্যা ব্যরিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘মুক্তিযুদ্ধে আমার পরিবারে দুইজন শহীদ আছে। কিন্তু আমরা এটা বলি না। মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা আমরা শিখি নাই। মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতে আমরা একটা দলকে বাংলাদেশের মাটিতে দেখেছি। তাদের পরিণতি ভালো হয় নাই।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমার অস্থিত্ব, মুক্তিযুদ্ধ আমার পরিচয়। মুক্তিযুদ্ধ আমাকে স্বাধীন বাংলাদেশের নাগরিক করেছে। যদি ৩০ লাখ শহীদের আত্মত্যাগ না থাকত, যদি দুই লাখ মা-বোনের আত্মত্যাগ না থাকত, অসংখ্য বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ না থাকত, আজকের বাংলাদেশ আমরা পাইতাম না। বাংলাদেশের সবচেয়ে বড় সম্মান যদি কারো থেকে থাকে তা হবে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের।’
সোমবার সকাল ১১টায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ স্বাধীনতা হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবাবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার স্বাধীনতার ঘোষনার পর বাংলাদেশের কোনো মানুষ আর ঘরে বসে থাকে নাই। যার যাই কিছু ছিল তা নিয়ে যুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়ে গেছে।’
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে আরো ছিলেন সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি এনাম খা, উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান পলাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা নবীন দলের আহ্বায়ক অনিক হোসেন মৃধা ও তরুণ দলের আহ্বায়ক মো: ছাদেক মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা মডেল মসজিদের খতিবের কোরআন তেলাওয়াত ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী।