বিজয় দিবসে আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময়
- নুরুন্নবী ভুইয়া, আখাউড়া সংবাদদাতা
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২
আখাউড়ায় বাংলাদেশ-ভারত দু’দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তারা মহান বিজয় দিবস উপলক্ষে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা উপহার বিনিময় করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) আখাউড়া স্থলবন্দরে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীর রুহি এক প্রেসে নোটে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস নোটে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর-৩৩ জিওসি পদাতিক ডিভিশন কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের নেতৃত্বে চার জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং ভারত সেনাবাহিনীর-১০১ এরিয়ার মেজর জেনারেল সুমিত রানার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এই সৌজন্য স্বাক্ষাতে অংশ নেন।
প্রতি বছর বিজয় দিবস ও পহেলা বৈশাখে দু’দেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতসহ শুভেচ্ছা উপহার বিনিময় করেন। এবার দু’দেশের উচ্চ পর্যায়ের সেনাসদস্যরা বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাক্ষাতে মিলিত হন। এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দু’জন স্টাফ অফিসার ও বিজিবির একজন অধিনায়ক। ভারত সেনাবাহিনীর দু’জন কর্মকর্তাসহ একজন বিএসএফ কর্মকর্তা ছিলেন এই সাক্ষাতে।