১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে গাড়িচাপায় মো: আলী হোসেন (৩৭) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন।

রোববার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেপুর এলাকার মো: আখেরুজ্জামানের ছেলে।

সূত্রে জানা গেছে, রোববার রাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দলের নেতাকর্মীদের সাথে আলী হোসেন নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন। তখন দ্রুতগতির ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস পেছনে থাকা আলী হোসেনকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী আলী হোসেনের চাচা শহিদুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম। আলী হোসেন ছিলেন পেছনের দিকে। মহাসড়ক ধরে নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্রের সামনে এলে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাতে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া পথচারীদের একজনের সাথে ধাক্কা লাগলে আলী হোসেন নামের একজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement
জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আ’লীগ নেতাসহ আটক ৮ যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে : জামায়াত আমির মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করা হয়েছে : প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ নিয়ে মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : কেরামত আলী সিএমএইচে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরাইল : নেতানিয়াহু বিডিইউ-তে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন মস্কোতে ২৫০ মিলিয়ন ডলার পাচার সিরিয়ার বাশারের সরকারের! লাখো পর্যটকে মুখরিত পাথুরে গাথা ইনানী সমুদ্র সৈকত

সকল