১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নদভীর গ্রেফতারে সাতকানিয়া-লোহাগাড়ায় মিষ্টি বিতরণ

চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উত্তরার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।

এ খবর তার নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়ায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ে মিষ্টি বিতরণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার জুলুমের নানান চিত্র শেয়ার কর‍তে দেখা যায়।

জানা গেছে, নদভীর বিরুদ্ধে একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গত অক্টোবরে আওয়ামী লীগ সরকার পতনের পর নদভীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ ৪৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো: মোস্তাফিজুর রহমান (৪০) মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে জনগণ মিছিল করছিল। ওই সময় এমপি নেজামুদ্দিন নদভী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়।


আরো সংবাদ



premium cement
ভৈরবে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৫ পশ্চিম আফ্রিকা জোটের বৈঠক, সামরিক শাসকদের প্রস্থানের ওপর গুরুত্বারোপ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন : আসিফ নজরুল বিজয়নগরে গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আরেকটি মামলা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে বাশারকে উৎখাতের এক সপ্তাহ পর স্কুল খুলে দিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ সিরিয়াকে হুমকি হিসেবে দেখছে ইসরাইল জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

সকল