১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম

- ছবি : নয়া দিগন্ত

নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতে ইসলামী গণমানুষের রাজনৈতিক দল। দেশ ও জাতির যেকোনো দুর্যোগ ও ক্রান্তিকালে জামায়াত সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। সে ধারাবাহিকতায় আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি অসহায় মানুষের কল্যাণে সরকারসহ সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।’

রোববার (১৫ ডিসেম্বর) লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিলনায়তনে লক্ষ্মীপুর শহর জামায়াত আয়োজিত স্থানীয় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় শহর আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য শামসুল হুদা, জামায়াত নেতা আমির হোসেন, হেলাল উদ্দীন, ফিরোজ আলম, শহীদুল্লাহ সুমন, নূরনবী ফারুক ও জামাল উদ্দীন ফারুক প্রমুখ।

রেজাউল করিম বলেন, ‘গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। দেশে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিকরা তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা পাচ্ছেন না। বিগত ১৬ বছরের অপশাসন-দুঃশাসনে পুরো রাষ্ট্রকেই ধ্বংস করে দিয়েছে আওয়ামী বাকশালীরা।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। তাই অর্জিত বিজয়কে ফলপ্রসূ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আবারো শপথ নিতে হবে। তিনি দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করে ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানান।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল