নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- নোয়াখালী অফিস
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮
নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় রাহুল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে রাহুল মোটরসাইকেলযোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো। ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার এলাকায় পৌঁছলে একটি গরু বোঝাই ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়।এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো: আব্দুস সুলতান বলেন, ‘ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা