১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহাজাহান - ছবি : নয়া দিগন্ত

ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহাজাহান। তিনি বলেন, আওয়ামী শক্তিকে এ দেশ থেকে মুক্ত করতে হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) পটিয়া এ জে চৌধুরী কলেজ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাজাহান বলেন, ‘মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য ইসলামি মূল্যবোধকে কাজে লাগাতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূরুল হোসাইন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সেক্রটারি মাওলানা মোক্তার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মহানগরীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্ন্দ্রেীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।


আরো সংবাদ



premium cement