১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আত্মগোপনে থাকা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের এপিবিএনের নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ি ভাঙচুর, বিএনপি নেতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তিনি গোপনে নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকেন আশুতোষ চাকমাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সর্বশেষ গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ কয়েকজন নেতাকে।


আরো সংবাদ



premium cement