১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘রাষ্ট্র সংস্কার নয়, নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন’

কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ - ছবি : নয়া দিগন্ত

রাষ্ট্র সংস্কার নয়, নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘একজন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এবং তাদের প্রতিশ্রুতি হলো রাষ্ট্র সংস্কারের। আমি আশা করছি, আপনারা রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনের ব্যবস্থা করবেন।’

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেদোয়ান আহমেদ বলেন, ‘অনেকেই বলছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা আছে। অন্তর্বর্তী ড. ইউনুছের সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করলেও থাকতে পারবে না। একটি রাষ্ট্র সংস্কারের সমস্ত কাজ এই অন্তর্বর্তী সরকারের করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র সংস্কার করবে রাজনৈতিক সরকার।’

তিনি বলেন, ‘নির্বাচনী সংস্কারের জন্য যতটুকু সময় দরকার আপনারা দ্রুততম সময়ে নির্বাচনী সংস্কার কাজ শেষে করে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন।’

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যকে উদ্দেশ করে সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরো বলেন, ‘অনেকেই বলে থাকেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার করতে পারে নাই। তারা ক্ষমতায় এলে যে রাষ্ট্র সংস্কার করবেন তার নিশ্চয়তা কোথায়? ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন জনসম্মুখে তুলে ধরেছেন। আমরা বিএনপি জোটের শরীকদল হিসেবে এবং যুগপৎ আন্দোলনের সাথী হিসেবে তার ওই ৩১ দফা বাস্তবায়ন সমর্থন দিয়েছি। আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন হবে এবং তারেক রহমানের প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা একটি একটি করে বাস্তবায়নের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ে উঠবে।’

এ সময় বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম শামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় এবং উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলালের সার্বিক তত্ত্বাবধানে এ সময় চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, গণতান্ত্রিক যুবদল চান্দিনা পৌরসভার সাধারণ সম্পাদক জামসেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক জামাল সরকার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement