পটিয়ায় ছুরিকাঘাতে নারী নিহত
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮
চট্টগ্রামের পটিয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিউলি বেগম (৪২) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জঙ্গলখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিউলি বেগম ওই গ্রামের মো: মুছার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে শিউলি বেগমের ছেলে শামীম বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। এ সময় প্রতিবেশী আলভী নামে এক কিশোর তার ছোট ভাইয়ের সাথে খেলা নিয়ে ঝগড়ার জেরে শামীমকে মারধর করে। এতে শামীমের মাথা ফেটে যায়। পরে বিষয়টি আলভীর পরিবারকে জানান নিহত শিউলি বেগম। এ কারণে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় আলভীসহ পরিবারের সদস্যরা শিউলি বেগমের ওপর চড়াও হয়। একপর্যায়ে আলভীর ছুরিকাঘাতে শিউলি বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।’