ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৫
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে কাজ করছি, যে সমাজের জনগণ হবে চরিত্রবান। সমাজ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক। যে সমাজে সন্তানরা মা-বাবাকে শ্রদ্ধা করবে। শিক্ষক-ছাত্রের মধ্যে গড়ে উঠবে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক। মূলত, সেই স্বপ্নের সমাজে সকল নাগরিকই হবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল।’
শনিবার (১৪ ডিসেম্বর) লক্ষ্মীপুরে দত্তপাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ইউনিয়ন আমির মাস্টার আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান ও চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।
রেজাউল করিম বলেন, ‘আমরা এমন একটি মূল্যবোধ সম্পন্ন জাতি গঠন করতে চাই, যে জাতি হবে চারিত্রিক ও নৈতিক গুণাবলি সম্পন্ন। কিন্তু ফ্যাসিবাদী ও স্বৈরাচার পতিত সরকার আমাদের চরিত্র ও মূল্যবোধ ধ্বংস করার জন্য দেশের শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। তাই আমরা এই শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে অহীর আদর্শের ভিত্তিতে একটি গণমুখী শিক্ষা জাতিকে উপহার দিতে চাই।’
এ সময় তিনি ডা. ফয়েজসহ শহীদের রক্তস্নাত লক্ষ্মীপুরকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে লক্ষ্মীপুরের ৮ নম্বর করপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়ন জামায়াত আমির মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। এ সময় জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারি ও জামায়াত নেতা এমরান হোসেন উপস্থিত ছিলেন।