১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাওলানা আবদুল হালিম - ছবি : নয়া দিগন্ত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘আমরা দেশ গঠনে এগিয়ে যাব। আমরা নিশিরাতে দখলদারিত্বের ও ভোট চুরির নির্বাচন আর চাই না। সংস্কারের কাজ দ্রুমতম সময়ে শেষ করে নির্বাচন দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সংবিধান সংস্কারের দাবি জানিয়েছি। জয় বাংলার স্লোগান আর দেশের মানুষ পছন্দ করে না।’

শনিবার (১৪ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে নিউ হোস্টেল মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘দুর্নীতি নিজেরা করব না, প্রশ্রয়ও দিব এবং দুর্নীতিবাজকে সাথে রাখব না। জামায়াতে ইসলামী দখলদায়িত্ব করে না, কাউকে দখলদারিত্ব করে রাজনীতির সুযোগ দিব না। হিন্দুরা এই দেশের নাগরিক। এখানে কোনো সংখ্যালঘু নেই, সংখ্যাগুরুও নেই। সবাই বাংলাদেশের নাগরিক। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একসাথে কাজ করব।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার আমির মুহাম্মদ আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর সাধারণ সম্পাদক মো: কবির হোসেন দেওয়ান, সদস্য খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

এছাড়া আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আব্দুল মুবিন, মতলব উত্তর উপজেলা শাখার আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, চাঁদপুর জেলার সহকারী সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, কর্ম পরিষদের সদস্য মাওলানা মীর হোসাইন, খিলগাঁও থানা শাখার তারবিয়াত বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক পাটওয়ারী প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল