১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আরাকান আর্মি ধরে নেয়ার এক মাসেও ফেরেননি ৪ জেলে

এক মাস পরও ফেরেননি কক্সবাজারের উখিয়ার চার জেলে - ছবি : নয়া দিগন্ত

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার এক মাস পরও ফেরেননি কক্সবাজারের উখিয়ার চার জেলে।

শনিবার (১৪ ডিসেম্বর) তাদের না ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

বাড়িতে না ফেরা চারজন হলেন পূর্ব ফারিরবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউসুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসসলাম ও মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউসুফ জালাল।

জানা যায়, গত ১৩ নভেম্বর বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের পাঁচ জেলে সীমান্তের নাফনদীতে মাছ ধরতে যান। তারা ১৪ নভেম্বর সকালে ফেরার কথা থাকলেও ফেরেননি। এরমধ্যে জানজানি হয়, তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ১৬ নভেম্বর সকালে নাফনদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় পালংখালী ইউনিয়নের আন্জুমানপাড়ার মরহুম মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশরের লাশ। লাশটি ধরে নিয়ে যাওয়া পাঁচজনের একজন।

ইউসুফের বাবা মনজুর আলম বলেন, ‘এক মাস হয়ে গেলেও তাদের কোনো প্রকার খোঁজখবর পাওয়া যাচ্ছে না। প্রশাসনও কিছু জানায়নি। ছেলে জীবিত নাকি মারা গেছে এ চিন্তায় চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় দেখছি না।’

সাইফুলের বাবা জিয়াবুল হক বলেন, ‘আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর থেকে আমার ছেলেসহ সকলকে হত্যা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। একজনের লাশও পাওয়া গেছে। এত দিন হয়ে গেল ছেলের খোঁজ পাচ্ছি না।’

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘চারজনকে ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত রাখা হলেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এ চারজনের ভাগ্যে কি ঘটেছে তা বলা মুশকিল। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তথ্য জানা জরুরি। নিখোঁজ চারজনের পরিবারের সদস্যরা এখন উৎকণ্ঠায় রয়েছেন।’


আরো সংবাদ



premium cement
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে

সকল