১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা

- ছবি : নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: সায়েদুল হল সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘শূন্য ৫ বা জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, ‘শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য মাদকাসক্তি, শূন্য বৈষম্য, শূন্য অনাচার।’ মতবিনিময়কালে তিনি কিভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাঈদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চান না বরং দলের মধ্য ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে চলছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এজন্য আগে নিজের দলে ঐক্য ফিরিয়ে আনতে হবে। তিনি আগামী জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নিজের প্রার্থীতা ঘোষণা করলেও দল যাকে মনোনয়ন দেন তার পক্ষেই কাজ করবেন বলে ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সায়েদুল হক বলেন, ‘যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে উদ্যোগ গ্রহণ করেননি। শূন্য ৫ (জিরো ফাইভ) কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে আমরা সমৃদ্ধ নবীনগর গড়ে তোলার আন্দোলনলে সফল করতে পারবো।’

এ সময় তিনি বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে শিক্ষাগত যোগ্যতাসহ রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষায় এগিয়ে রয়েছেন দাবি করেন। তবে নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছেন তাদেরকে স্বাগত জানিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

সকল