১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামুতে হাতির আক্রমণে সমাজ সর্দার নিহত

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে বুনো হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক সমাজ সর্দারের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো: হোসেন প্রকাশ মাদুর ছেলে এবং স্থানীয় সমাজ পরিচালনা কমিটির সর্দার বলে জানা গেছে।

আব্দুল হকের ছেলে রিফাত হোসেন জানান, শনিবার ভোরে তার বাবা বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েক দিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতঙ্কে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধরী জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement