প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯
প্রশাসনের নির্দেশনা অমান্য করে শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো শোকের দিনে চট্টগ্রাম ক্লাবে কনসার্টের আয়োজন করা হচ্ছে।
শনিবার (১৪ ডিসেম্বর) পতিত ফ্যাসিবাদের দোসরা এমন আয়োজন করবে বলে মনে করছেন ক্লাব সংশ্লিষ্টরা।
জানা গেছে, শহীদ বুদ্ধিজীবী দিবসে ক্লাবের বার্ষিক স্নোকার, বিলিয়ার্ডস, আট বল অ্যান্ড নয় বল পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের নামে কনসার্টের আয়োজন করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, পতিত স্বৈরাচারের সাবেক অর্থ প্রতিমন্ত্রীর স্বামী চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত, একদিকে তার নির্বাচনী প্রচারণা অন্যদিকে অন্তবর্তী সরকারের সময়ে শোকের দিনে নাচ-গানের আয়োজন হয়েছে এমন নেতিবাচক প্রচারণার উদ্দেশ্যেই এ কনসার্টের আয়োজন করা হচ্ছে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র আরো জানিয়েছে, এ আয়োজনের নেতৃত্বে রয়েছেন এন মোহাম্মদ গ্রুপের মনজুরুল হক মনজু এবং মোহাম্মদ শাহ আকরাম নামের দু’ ব্যক্তি।
ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ ধরনের আয়োজন স্থগিত করার জন্য ক্লাব চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ ধরনের অনুষ্ঠান করা সমীচীন নয় উল্লেখ করে পরে তারিখ নির্ধারণ করার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনার বিষয়ে চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আবদুর রহীমের কাছে জানতে চাওয়া হলে তিনি নিজের অসুস্থতার কথা জানিয়ে এ বিষয়ে অবগত নন বলে জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা