ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরি ভক্তের হামলায় পুলিশ আহত
- আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিতর্কিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরি ভক্তের হামলায় বাবুল নামে এক সাব-ইন্সপেক্টর (এসআই) আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় তাহেরির ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
আহত বাবুল বলেন, ‘শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় গিয়াস উদ্দিন তাহেরির ওয়াজ মাহফিলে চলছিল। এ সময় মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বললে তাহেরি ভক্তরা পুলিশের ওপর হামলা চালায়।’
ওই মাহফিলে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় বলে এসআই বাবুল অভিযোগ করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন জানান, ‘পুলিশ মাহফিলের অনুমতি না থাকার কথা বললে মাহফিল শেষ করা হয়। পরে একজন তাহেরি ভক্ত কিশোরের ঢিলে এসআই বাবুল আঘাত পান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা