১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত

খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত -

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ গাড়ি) উল্টে মো: মনির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সড়ে ১০টার দিকে ভাই-বোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ভাই-বোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিমপাড়া এলাকার মো: সোলাইমানের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাই-বোনছড়া বাজার থেকে জিপ গাড়িতে করে বাঁশ আনতে যান। এ সময় পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায় গাড়িটি। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement