১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত - সংগৃহীত

লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কা লেগে নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আরো দু’জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী।

আহতরা হলো, নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশাচালক। তারা দু’বোন অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশায় নাসিমার স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলেন দু’বোন। অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান নাছিমা। এ সময় অটেরিকশাচালক ও নিহতের বোন ফারজানা আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ফারজানা আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগে নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। আহত ফারজানা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন বলেন, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। এ সময় দু’জন আহত হয়। নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া নিহত নাছিমা আক্তারের দাফন করতে কোনো অসুবিধা নেই।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল