বোয়ালখালীতে সিএনজি-ইজিবাইকের সংর্ঘষ, নিহত ১
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০১
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো: সাইমন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ভোরে উপজেলার আরাকান সড়কের রায়খালী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
সাইমন উপজেলার গোমদন্ডি চরখিজিরপুরের মরহুম নুর কাদেরের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে আসার পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সাইমন মারা যান।
বোয়ালখালী পুলিশ গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। ক্ষতিগ্রস্ত বাহন দু‘টি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা