জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক
- ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
- ১২ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮
মানুষের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মুনিরুজ্জমান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে ভূমি মালিক ও অংশীদারদের সাথে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুনিরুজ্জমান বলেছেন, ‘এখন থেকে জমি এজমালি আর থাকবে না। জমি হবে এখন একক মালিকানায়। ভূমি বিরোধ বিষয়টিকে জিরো পর্যায়ে নিয়ে যেতে এই উদ্যোগ নিয়েছে সরকার।’
তিনি আরো বলেন, ‘জরিপ শেষ হলে ম্যাপ পাওয়া যাবে, যা অনলাইনেও থাকবে। যেখানে এনআইডি, ছবি ও স্থায়ী ঠিকানা সংযুক্ত থাকবে। প্রতি ছয় মাস পর পর এটি আপডেট হবে। এর মাধ্যমে জমি নিয়ে মামলা জটিলতা দূর হবে।’
সভায় প্রধান আলোচক ছিলেন দিয়ারা সেটেলমেন্ট অপারেশনের সেটেলমেন্ট অফিসার মো: নাজমুস শোয়েব।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি লুৎফর রহমান কাজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
সভায় বক্তব্য রাখেন সদর জামায়াতে ইসলামীর আমির খোরশেদ আলম আনছারী, সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ ।