১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

- ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোহাম্মদ ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশারচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মিয়া রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মরহুম মাহফুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বাসচালক তৌহিদুল ইসলামকে (২৭) আটক করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারগুব তৌহিদ জানান, ‘বিয়াল্লিশর এলাকার মল্লিকা পাম্পের সামনে সিলেট অভিমুখী বিআরটিসি বাসের সাথে বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত হন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement