১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর

ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে মুক্তিপণ না দেয়ায় অপহৃত শিশু আহনাফ আল মাঈন নাশিতকে (১০) হত্যা করা হয়েছে। এ মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নাশিতের লাশ শহরতলীর দেওয়ানগঞ্জ ড্যাম্পিং থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন আশরাফ হোসেন তুষার (২০), মো: মোবারক হোসেন ওয়াসিম (২০) এবং ওমর ফারুক রিফাত (২০)। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেট শেষে নাশিত বাসায় না ফেরায় ফেনী মডেল থানার একটি সাধারণ ডায়েরি করা হয়। ওইদিন রাতে দুস্কৃতিকারীরা হোয়াটসঅ্যাপে ম্যাসেজে মুক্তিপণ বাবদ তার বাবা মাঈন উদ্দিনের কাছে ১২ লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেয়া হয়। এরপর নাশিতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের আতিকুল আলম সড়ক থেকে আশরাফ হোসেন তুষার (২০), বিসিক এলাকা থেকে মো: মোবারক হোসেন ওয়াসিম (২০) এবং ওমর ফারুক রিফাতকে (২০) গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে যে ওইদিন রাতে তুষার ও ওয়াসিম কৌশলে নাশিতকে আতিকুল আলম সড়ক থেকে সালাউদ্দিন মোড়সংলগ্ন রেললাইনে নিয়ে যায়। সেখানে ওমর ফারুক রিফাতও একত্রিত হয়। পরিবারের কাছে মুক্তিপণ দাবির পর জুসের সাথে নিশাতকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ঘুম ভেঙে যাওয়ার পর বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করলে রেললাইনসংলগ্ন ঝাউবনে নিয়া তাকে শ্বাসরোধে হত্যা করে তারা।

পরে লাশ গুম করতে স্কুল ব্যাগের ভেতর পাথর ভর্তি করে নিশাতের কাধে চাপিয়ে ঝাউবনসংলগ্ন কুচুরিপানা ভর্তি ডোবায় লাশ ফেলে দেয়। নিশাতকে হত্যার করার পরও তুষার, ওয়াসিম ও রিফাত মুক্তিপণের টাকা দাবি করতে থাকে।

পুলিশ সুপার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতার তিনজনকে ডিবি অফিসে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’

সকল