১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে স্কুল মাঠে পড়ে থাকা অবস্থায় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) ফতেয়াবাদ হাই স্কুল মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় এক বৃদ্ধ গরু নিয়ে ফতেয়াবাদ হাইস্কুল মাঠ দিয়ে যাওয়ার সময় এক যুবককে মাঠে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি কাছে গিয়ে তাকে পানি পান করান। তার পরিচয় জানতে চাইলে কিছু বলার আগেই তিনি মারা যান।

এ সময় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল পরীক্ষা করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ‘এখনো লাশের পরিচয় জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’


আরো সংবাদ



premium cement